নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারিঃ গুলির লড়াইয়ে খতম এক অপহরণকারী, জখম আরেকজন। সাধারণতন্ত্র দিবসের আগে ২৫ জানুয়ারি জিটিবি এনক্লেভ এলাকায় স্কুলবাস থেকে অপহৃত পাঁচ বছরে ছাত্রকে উদ্ধার করল পুলিশ। তাকে জিটিবি হাসপাতালে ভরতি করা হয়েছে। দিল্লির এক পদস্থ পুলিশকর্তা জানিয়েছেন, লোনি এলাকায় একটি ভাড়াবাড়িতে অপহৃত শিশুটিকে লুকিয়ে রেখেছিল নীতীন আর রবি নামে দুই অপহরণকারী। পুলিশ প্রথমে তাদের সোর্সকে চিহ্নিত করে। তার কাছ থেকেই এই ভাড়াবাড়ির খোঁজ পাওয়া যায়। এরপর পুলিশ ফাঁদ পাতে। অপহরণের ৭০ লক্ষ টাকা নিতে এসে পুলিশকে দেখে গুলি চালাতে থাকে রবি। পুলিশের পালটা গুলিতে সেখানেই সে মারা যায়। পুলিশের গুলিতে জখম হয় নীতীনও। শিশুটিতে অক্ষত উদ্ধার করা হয়।
২৫ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস আর আসিয়ান সম্মেলন উপলক্ষ্যে নিরাপত্তার ঘেরাটোপে থাকা দিল্লির রাজপথে স্কুলবাস থেকে একটি শিশুকে অপহরণ করে দুই দুষ্কৃতী। বাইক নিয়ে অপারেশন চালায় তারা। জিটিবি এনক্লেভ এলাকায় রিভলভার নিয়ে বাসে উঠে শিশুটিকে অপহরণ করা হয়। দুষ্কৃতীদের গুলিতে জখম হন বাসের চালকও।
ছবিঃ বাবার সঙ্গে উদ্ধার হওয়া শিশু।–সংগৃহীত চিত্র
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2FPXk1r
February 06, 2018 at 10:40AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন