আগ্রা, ২১ ফেব্রুয়ারিঃ তাজমহল আসলে শিবমন্দির, এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া(এএসআই)। আগ্রা কোর্টে এক হলফনামা দিয়ে এএসআই জানিয়েছে, মুঘল সম্রাট শাহজাহান স্ত্রী মমতাজের মৃত্যুর পর তাঁর স্মৃতিতে তাজমহল বানিয়েছিলেন। শাহজাহানের সমাধিও তাজমহলেই করা হয়।
এএসআইয়ের আইনজীবী অঞ্জনি শর্মা জানান, শাহজাহানের প্রয়াত স্ত্রী মমতাজ বেগমের স্মৃতিরক্ষায় তাজমহল নির্মাণ করেছিলেন তিনি। তাজমহলকে শিবমন্দির ‘তেজোমহল’ বানাতে পেশ করা সমস্ত ‘তথ্যপ্রমাণ’ ‘মনগড়া ও কাল্পনিক’।
এএসআই-এর এক আধিকারিক জানান, স্বঘোষিত ঐতিহাসিক পিএন ওকের লেখা একটি বইকে ঘিরে বিষয়টি নিয়ে সন্দেহ দানা বাঁধে। সেখানে তাজমহলকে শিবমন্দির হিসেবে দাবি করা হয়। বিতর্কের সূত্রপাত সেখানেই।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2BGkN6k
February 21, 2018 at 02:44PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন