টরন্টো, ২০ ফেব্রুয়ারি- শুধু কবিতার জন্যে একা হিম সন্ধ্যাবেলা, ভুবন পেরিয়ে আসা। শুধু কবিতার জন্যে অপলক মুখশ্রীর শান্তি এক ঝলক। শুধু কবিতাকে ভালোবেসে, কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর কবিতার সন্ধ্যা। স্থানীয় সময় গত শনিবার অন্যস্বরের ভালোবাসা দিবসের আয়োজন ভালোবাসার ইতিউতি শীর্ষক এ কাব্যসন্ধ্যা টানা তিন ঘণ্টাব্যাপী দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। অন্যস্বরের প্রধান সমন্বয়ক আহমেদ হুসেনের পরিচালনা ও দিলারা নাহার বাবুর পরিকল্পনায়, অনুষ্ঠানটি তিন পর্বে সাজানো হয়। প্রথম পর্বে সম্মাননা দেওয়া হয় আলোকিত মানুষ, হাসান মাহমুদকে। একজন হাসান মাহমুদ সম্পর্কে বলতে গেলে, আমার প্রিয় অগ্রজ ভাই কবি দেলওয়ার এলাহীর বরাত দিয়ে বলতে হয়, কোন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শব্দ চয়নে তাঁকে বেঁধে রাখা যায় না। তিনি আবৃত্তিকারের চেয়ে বড় আবৃত্তি শিল্পী, একজন বিশিষ্ট রাজনৈতিক নেতার চেয়ে বড় দেশপ্রেমিক। সর্বোপরি একজন আলোকিত মানুষ। দ্বিতীয় পর্বে ছিল অন্যস্বরের আবৃত্তি শিল্পীদের কন্ঠে, এপার বাংলা- ওপার বাংলার কবিদের ভালোবাসার পঙক্তিমালা উচ্চারণ ও সঙ্গীত। পরিবেশন করেন, আহমেদ হোসেন, দিলারা নাহার বাবু, মেরুনা, রিক্তা, রনি, লাকি, কনক, টরি ফারিয়া, রুমানা, শাঁওলি, আসিফ, মিম, হিমাদ্রী রয় সঞ্জীব। তৃতীয় পর্ব অলংকৃত করেন প্রতিশ্রুতিশীল সঙ্গীত শিল্পী ফারহানা শান্তা তাঁর একক পরিবেশনায়। অতিথি শিল্পী হিসাবে মঞ্চে আসার অনুরোধ করা হয় শিল্পী চয়ন দাসকে। ছিলোনা কোন হৈ-হৈ কান্ড রৈ-রৈ ব্যাপার, নাচে গানে মন ভুলাবে সবার জাতীয় প্রবণতায় দর্শক ধরে রাখার। আমাদের আন্তরিক চেষ্টা ছিল শব্দের উষ্ণতায় আর সুরের মাদকতায় মন ভরানো সবার। টানা তিন ঘন্টা ধৈর্যচ্যুতি ব্যতিরেকে প্রতিটি পরিবেশনার দিকে শ্রোতাদের সুশৃঙ্খল মনযোগ, অনুষ্ঠানকে স্বার্থক করে তুলেছে। অনুষ্ঠানটির সার্বিক ব্যবিস্থাপনায় ছিলেন মনির বাবু। ভালোবেসে আপনাদের সাথে চলার পথের পাথেয় কুঁড়িয়ে অন্যস্বর আরও সমৃদ্ধ হবে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সকল দর্শকশ্রোতাদেরকে। ধন্যবাদ হাসান মাহমুদ ভাইকে, আমাদের আমন্ত্রণে সারা দিয়ে সম্মান গ্রহণ করার জন্যে এবং আপনার এই মূল্যবান সময়টুকুর সাথে যুক্ত হতে পেরে অন্যস্বর সম্মানিত হয়েছে। ধন্যবাদ নন্দন টিভি, কবি দেলওয়ার এলাহী, বিদ্যুৎ দা, এনায়েত করিম বাবুল এবং মিজানুর রহমান ও শায়লা রহমান আপনাদের আন্তরিক সহায়তার জন্যে। শুধু কবিতার জন্যে আরোও দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়, মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা, শুধু কবিতার জন্যে আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। এমএ/০৯:৫০/২০ ফেবক্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ET2f4w
February 20, 2018 at 03:55PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন