তিনবারের প্রধানমন্ত্রীকে দুই কোটির জন্য জেল, ব্যাংক লুটপাটের বিচার হবে তো?


সুরমা টাইমস ডেস্ক ঃঃ দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের জেল হয়েছে। সারা দিনই রাজধানী ঢাকাসহ সব জায়গাতেই মানুষের মধ্যে আলোচনার বিষয় ছিল জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার এই রায়।

সরেজমিন বৃহস্পতিবার বিকেলে দেখা গেল, রাজধানী ঢাকার বেশিরভাগ দোকানপাট বন্ধ। খুব প্রয়োজন ছাড়া কেউ তেমন বাইরে ঘুরতে বের হচ্ছেন না। রাজধানীটা যেনো একটু বেশিই ফাঁকা। চিরচেনা শহর আজ যেন ছিল নীরব। ঢাকা যেন তার চেহারাটাই পাল্টে ফেলেছে।

গুলিস্তানে এক রিকশাচালক রফিজুল পরিবর্তন ডটকমকে বলেন, ‘খালেদা জিয়ার নাকি ৫ বছরের জেল দিছে শুনলাম। রায়-টায় আসলে কিছু না, উপর থেকে সব ঠিক করে দিছে।’

নয়া পল্টনে বাসের জন্য অপেক্ষা করছিলেন এক কর্মজীবী মহিলা। নামপ্রকাশে অনিচ্ছুক তিনি পরিবর্তন ডটকমকে বলেন, ‘২ কোটি টাকার জন্য জেল দিছে তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। কিন্তু ব্যাংকগুলোর কয়েকশ কোটি টাকার লুটপাটের বিচার কী সরকার করবে? আমার তো মনে হয় না। সরকার রাজনৈতিকভাবে ঘায়েল করতে তাকে জেলে ঢুকিয়েছে।’

তার পাশেই ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘রাজনীতি একদম ভালো লাগে না। কাদা ছোড়াছুড়ি চলছেই। এখন এই দোকানপাট বন্ধ রেখে, বাস বন্ধ রেখে মানুষকে হয়রানির কোনো মানে হয়।’

ভবন নির্মাণ শ্রমিক রাহাত বলেন, ‘খালেদারে জেলে পাঠাইছে। তাহলে আর কেউ বাঁচতে পারবে? সরকারের কত পাওয়ার।’

নাদিরা নামে স্কুলপড়ুয়া শিক্ষার্থী বলেন, ‘অপরাধ করেছে শাস্তি হয়েছে, খুব ভালো কথা। কিন্তু এই যে চারদিকে সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করছে।’

তিতুমীর কলেজের ছাত্র সোহাগ বলেন, ‘আইন সবার জন্য সমান। এই আইনের মধ্যে তা প্রমাণিত হয়েছে।

তবে অনেকের মধ্যে ভয় কাজ করছে। যার কারণে সাংবাদিক পরিচয় দিলে রায় প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাইছেন না তারা।

এদিকে যান চলাচল সীমিত থাকার কারণে কর্মস্থলে কাজ শেষে বাড়িতে ফিরতে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।

কামরুল নামে একজন নয়া পল্টনের মোড়ে দেড় ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছেন। কিন্তু কোনো বাস পাচ্ছেন না। তিনি বলেন, ‘বাস তেমন নেই। আসলে ২০ টাকার ভাড়া ১০০ টাকা করে চাচ্ছে।’

প্রসঙ্গত, দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছর এবং তারেক রহমানসহ বাকি আসামিদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে খালেদা জিয়া ছাড়া বাকি আসামিদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2C8RYMq

February 09, 2018 at 04:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top