ত্রিপুরায় ক্ষমতায় কে? আজ নির্বাচনে নজর সকলের

আগরতলা, ১৮ ফেব্রুয়ারিঃ মানিককে সরিয়ে ‘হিরা’ই কি ত্রিপুরার ভবিতব্য।? তা জানতে আজ নজর ত্রিপুরায়। রবিবার সকাল থেকে  সেখানে শুরু হয়েছে দ্বাদশ বিধানসভা নির্বাচন। দেশজুড়ে বামেদের দুরবস্থার দিনেও উত্তর-পূর্বের এই ছোট্ট রাজ্য ছিল সিপিএমের শক্ত ঘাঁটি। বমেদের ফের ক্ষমতায় আসা কয়েকমাস আগেও ছিল স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু হঠাৎই প্রচারে ঝড় তুলে দেয় বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শা সহ কেন্দ্রীয় সরকারের ৫২ জন মন্ত্রী। মানিক সরকারকে সরানোর ডাক দেন প্রধানমন্ত্রী। আর তারপর থেকেই ভোটের পারদ চড়ছে এই রাজ্যে। গোটা রাজ্যকে কার্যত নিজেদের পতাকা-ফেস্টুনে মুড়ে ফেলেছে বিজেপি। শেষ পর্যন্ত কী হয় তারই প্রহর গুনছে সকলে। রবিবার ৫৯টি আসনে নিজেদের রায় দেবে ২৫ লাখ ৩৬ হাজার ৫৮৯ জন ভোটার। বিজেপির উত্থান সত্ত্বেও শান্ত রয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তাঁর বিশ্বাস, যতই বিজেপি প্রচারে ঝড় তুলুক, বামেরাই ফের ক্ষমতায় ফিরবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2Gnzkmj

February 18, 2018 at 11:14AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top