ইলিনয়, ১৭ ফেব্রুয়ারি- যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম বীণা চৌধুরী (৪২)। তার বাড়ি ঢাকার কেরানীগঞ্জে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় শিকাগোর ফারেল এভিনিউর উত্তরে পোটার রোডে হেঁটে হোফম্যান এভিনিউ পার হওয়ার সময় একটি গাড়ি বীণাকে চাপা দেয় বলে জানান পার্ক রিজ পুলিশের প্রধান সহকারী ডুয়ানে মিলামা। খবর এনআরবি নিউজের। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পার্ক রিজ পুলিশপ্রধান বলেন, বীণা চৌধুরী যে স্থান দিয়ে হাঁটছিলেন, তা পথচারীদের জন্য নয়। গুরুতর আহত হওয়ার পর তাকে পুলিশ উদ্ধার করে অ্যাডভোকেট লুথারেন জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান। আরও পড়ুন: খালেদার রায়ে নিউ ইয়র্কে বিএনপি-আ.লীগের পাল্টাপাল্টি সমাবেশ শিকাগোতে বাংলাদেশের কনসাল জেনারেল মুনির চৌধুরী বলেন, বলার্ড রেসপিরেটরি অ্যান্ড রিহেবিলিটেশন সেন্টার নামে একটি নার্সিং প্রতিষ্ঠানে পাঁচ বছর ধরে বীণার মা চিকিৎসারত আছেন। সেখানে মাকে রাতের খাবার খাইয়ে বাসায় ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। বীণা প্রতিদিনই বাসায় রান্না করা বাঙালি খাবার মায়ের জন্য নিয়ে যেতেন। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর বীণা চৌধুরী সাত বছর ধরে শিকাগোতে তার বড় বোনের সঙ্গে বসবাস করছিলেন। এক বছর বয়সে একমাত্র ছেলে মারা যাওয়ার পর তিনি তার অসুস্থ মায়ের সেবায় দিন কাটাচ্ছিলেন। এদিকে স্থানীয় পুলিশ জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য তদন্ত চলছে। চাপা দেওয়া গাড়ির চালককে পাওয়া গেলেও এখন পর্যন্ত তাকে অভিযুক্ত করা হয়নি। ৩১ বছর বয়সী চালক শিকাগোরই বাসিন্দা। তিনি তদন্তে সহায়তা করছেন। আর/১৭:১৪/১৭ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2C2Fqup
February 17, 2018 at 11:21PM
17 Feb 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top