জলপাইগুড়ি, ১৬ ফেব্রুয়ারিঃ জলপাইগুড়ি রোড স্টেশন কে মডেল স্টেশনে উন্নীত করা সহ পদাতিক এক্সপ্রেসের স্থায়ী স্টপেজের দাবি তুলে শুক্রবার রেল অবরোধ করল ডিওয়াইএফআই। এদিন দুপুর ২.৪৫ মিনিটে জলপাইগুড়ি রোড স্টেশনে নিউ আলিপুরদুয়ার থেকে কলকাতাগামী তিস্তাতোর্ষা এক্সপ্রেসকে আটকে বিক্ষোভ দেখায় ছাত্রযুব সংগঠনের কর্মীরা। অবরোধ তুলতে আন্দোলনকারীদের অনুরোধ করেন কর্তব্যরত আরপিএফ কর্মীরা। কিছুক্ষণ পরেই অবরোধ তুলে নেন তারা।
এদিন ডিওয়াইএফআই এর জলপাইগুড়ি জেলা সম্পাদক প্রদীপ দে বলেন, ময়নাগুড়ি যোগীগোপা রেল প্রকল্প চালু, চিলাহাটি থেকে বাংলাদেশের মধ্যে কলকাতা পর্যন্ত রেলপথ চালু, জলপাইগুড়ি শহরের ৩ নম্বর ঘুমটিতে উড়ালপুল তৈরি সহ ৯ দফা দাবিও রয়েছে। এই সব দাবি নিয়েই এদিন রেল রোকোর পাশাপাশি উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজারকে স্টেশন মাস্টার মারফৎ স্বারকলিপি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এছাড়া, শিলিগুড়ি জংশনে রেল রোকো কর্মসূচী শুরু হয়েছে এদিন বিকেলে। আটক করা হয়েছে এনজেপি রাজেন্দ্রনগর এক্সপ্রেস।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2HlOGt5
February 16, 2018 at 05:39PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন