সুরমা টাইমস ডেস্ক:: নীরব মোদী ইস্যুতে প্রধানমন্ত্রীর নীবরতা নিয়ে এতদিন সরব ছিলেন রাহুল গান্ধী৷ এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গায়ে দুর্নীতির কালি ছেটালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ নীরব মোদী ইস্যুতে কেন মুখ খুলছেন না প্রধানমন্ত্রী তা নিয়ে ফের প্রশ্ন ছুঁড়ে দেন রাহুল৷ সেই সময়ই মোদীকে দুর্নীতিগ্রস্ত বলে তোপ দাগেন৷ বলেন, মোদী নিজেই দুর্নীতিগ্রস্ত৷ তাঁর কাছে নীরব মোদী ইস্যুতে বলার কিছু নেই৷
নির্বাচনী প্রচারে এখন মেঘালয়ে গিয়েছেন রাহুল৷ রাজধানী শিংলয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাহুল মোদীর বিরুদ্ধে নজিরবিহীনভাবে আক্রমণ করেন৷ তাঁর গায়ে দুর্নীতির তকমা সেঁটে দেন৷ বলেন, তিনি মোটেই দুর্নীতি বিরোধী নন৷ তিনি নিজেই দুর্নীতিগ্রস্ত৷
পাশাপাশি রাহুল এদিন জিএসটি ও নোট বাতিলের প্রসঙ্গ টেনে আনেন৷ বলেন, নোট বাতিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অসৎ ব্যক্তিদের কালো টাকা সাদা করার জন্য৷ প্রধানমন্ত্রী আম জনতাকে ব্যাংকের লাইনে দাঁড় করিয়ে দেন৷ অন্যদিকে ঘুরপথে অসাধু ব্যক্তিরা কালো টাকা সাদা করে নেয়৷ এপরই নীরব মোদী ইস্যুতে মুখ খোলেন কংগ্রেস সভাপতি৷ রাহুল বলেন, আম জনতা যে টাকা ব্যাংকে গচ্ছিত করে রেখেছিল তা এখন নীরব মোদীর৷
এই প্রথম নয়, নীরব মোদী ইস্যুতে এর আগেও মুখ খুলেছেন রাহুল৷ তবে তখন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ তোলেননি৷ পিএনবি ব্যাংক জালিয়াতির ঘটনায় প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি করে বিরোধীরা৷ কিন্তু আশ্চর্যজনক ভাবে মোদী এই ইস্যুতে নীরব৷ মোদীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলে রাহুল প্রথম থেকেই সোচ্চার হয়েছিলেন৷ কিন্তু এই প্রথম রাহুল মোদীকে দুর্নীতিগ্রস্ত বলে বিঁধলেন৷
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2Fjt67P
February 22, 2018 at 12:25AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন