কলকাতা, ০১ ফেব্রুয়ারি- তাপস পালের জামিন মঞ্জুর। ১ কোটি টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করল কটক আদালত। সোমবার কলকাতায় ফিরছেন তাপস পাল। ২০১৬ সালের ৩০ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বেসরকারি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালি কেলেঙ্কারিতে সিবিআইর হাতে গ্রেপ্তার হন তাপস পাল। প্রথমে তাঁকে পশ্চিমবঙ্গের সল্টলেকের সিবিআই দপ্তরে ডেকে দীর্ঘক্ষণ জেরা করা হয়। জেরাতে অসংগতিপূর্ণ তথ্য দেওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়। সিবিআই দাবি করে, তাপস পাল রোজভ্যালি থেকে একাধিকবার মোটা অঙ্কের অর্থ নিয়েছিলেন। তাপস পালের স্ত্রী নন্দিনী পালও ওই সংস্থা থেকে অর্থ নিয়েছিলেন। গ্রেফতার করার পর থেকে শারীরিক অসুস্থতার কারণে বেশিরভাগ সময়ে জেল হাসপাতালেই কাটাতে হয়েছে তাঁকে। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ভুবনেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। আরও খবর: অনলাইনে পদ্মাবত ফাঁস! এই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েই তাপস পালের জামিনের আবেদন করা হয় নিম্ন আদালতে। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়।তারপর ভুবনেশ্বর আদালতে জামিনের আবেদন করেন তাপসের আইনজীবীরা। তথ্যসূত্র: এনটিভি এআর/২২:০৫/০১ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2DV2NmM
February 02, 2018 at 04:03AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top