ঢাকা, ০৪ ফেব্রুয়ারি- শেষ হলো মিস্টার বাংলাদেশের শুটিং পর্ব। শনিবার কক্সবাজারে একটি অ্যাকশন ফাইটের দৃশ্য শেষে ক্যামেরা ক্লোজ করেন নির্মাতা আবু আকতারুল ইমান। দেশের আলোচিত জঙ্গি হামলার ঘটনাকে মিস্টার বাংলাদেশর মোড়কে রুপালী পর্দায় নিয়ে আসছে কেএইচকে প্রোডাকশন। এতে মূল চরিত্রে দেখা যাবে জাগো খ্যাত নির্মাতা খিজির হায়াত খান। সংগে তার বিপরীতে সিনেমায় অভিষেক হতে যাচ্ছে শানারেই দেবী শানুর। নির্মাতা আবু আকতারুল ইমান বলেন, ১০ নভেম্বর থেকে আমরা শুটিং শুরু করি। লম্বা একটা জার্নি ভালো ভাবে শেষ করতে পেরে স্বস্তি বোধ করছি। যা কিছু ফ্রেম বন্দী করেছি আশা করি সবটাই দর্শকদের ভালো লাগবে। তারা একটি ভালো গল্প দেখতে পাবে বলে বিশ্বাস করি। শুটিং প্রসঙ্গে খিজির হায়াত খান বলেন, শুটিং শেষ হওয়া মানেই আর একটা নতুন যুদ্ধ শুরু হওয়া। তবে শুটিং শেষ করে কিছুটা হলেও তৃপ্তির ঢেঁকুর তুলতে পারি। এই সিনেমার গল্পে নায়ক হিসেবে নয় একজন ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি। নানান অভিজ্ঞতার সাক্ষী হয়েছি আমি। গল্পের মাঝে যে বার্তা রয়েছে তা বিনোদনের মাধ্যমেই দর্শকদের কাছে পৌঁছে দিতে চাই। বাকিটা সময়ের অপেক্ষা। বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় থাকা শানু বলেন, আগে ভালো গল্প না পাওয়ায় কাজ করা হয়নি। এবার এমন এক ইস্যু নিয়ে গল্প পেলাম যা শুধু আমাদের জন্যে নয় গোটা বিশ্বের জন্যে হুমকির। এতে আমি কুমু চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আরও খবর: দেশের সংস্কৃতি বিদেশে তুলে ধরছি : বুবলী এছাড়াও ছবিতে ভিলেন চরিত্রে অভিনয় করেছেন বর্তমান সময়ের অন্যতম আলোচিত ভিলেন টাইগার রবি। শুধু তাই নয় এই চলচ্চিত্রের মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হচ্ছে ইউটিউব সেলিব্রেটি সোলাইমান সুখন ও শামীম হাসান সরকারের। তথ্যসূত্র: জাগোনিউজ এআর/১১:৩০/০৪ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2BRkUYZ
February 04, 2018 at 05:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top