মুম্বই, ২১ ফেব্রুয়ারিঃ নজরে রয়েছে সবই। বিদেশে বসে খবর রাখছেন দেশে পিএনবি কেলেঙ্কারি নিয়ে শোরগোলেরও। কেউ বলছেন তিনি ফেরার। আবার আইনজীবী বলছেন আন্তর্জাতিক মানের ব্যবসায়ী হওয়ায় বিদেশে রয়েছেন তিনি। কখনও পিএনবিকে ইমেল করে খবর ফাঁস করার হুমকি দিচ্ছেন তো কখনও কর্মীদের কাজ ছেড়ে চলে যাওয়ার আবেদনও জানাচ্ছেন। হ্যাঁ তিনি নীরব মোদি।
এবার সহকর্মী এবং তাঁর সংস্থার লোকজনদের নীরব সাফ জানালেন, তিনি বকেয়া টাকা শোধ করতে পারবেন না। ফলে কর্মীরা নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করে অন্য সংস্থায় কাজ খুঁজতে পারেন।
মেইলে তিনি জানিয়েছেন, ‘শোরুম ও ফ্যাক্টরি থেকে সমস্ত স্টক ছিনিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট আটকে দেওয়া হয়েছে। তাই এই মুহূর্তে আপনাদের বকেয়া মেটাতে আমি অসমর্থ।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2of2AoQ
February 21, 2018 at 06:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন