রামাল্লা, ১০ ফেব্রুয়ারিঃ গতবছরের জুন মাসে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে ইজরায়েল সফর করে ঐতিহাসিক মুহূর্ত তৈরি করেছিলেন নরেন্দ্র মোদি। এবার দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে তিন ঘণ্টার জন্য প্যালেস্তাইনের রাজধানী রামাল্লায় পা ছোঁয়ালেন তিনি। প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মেহমুদ আব্বাস মোদির এই সফরকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে চিহ্নিত করে মোদিকে ‘মহান অতিথি’ বলে সম্মান দিয়েছেন।
জর্ডনের রাজধানী আম্মান থেকে একটি হেলিকপ্টারে আজ সকালে রামাল্লায় যান প্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানান প্যালেস্তাইনের প্রেসিডেন্ট।
সেখান থেকে ভারতের প্রধানমন্ত্রী যান প্যালেস্তাইন মুক্তি আন্দোলনের(পিএলও) নেতা ইয়াসের আরাফতের স্মারক ভবনে, শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে।
প্যালেস্তাইনের প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে বৈঠকে দু’দেশের মধ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়।
বিদেশ মন্ত্রক সূত্রে খবর, সেই বৈঠকে ভারতের তরফে বুঝিয়ে দেওয়া হয়েছে ইজরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদার হয়ে উঠলেও, প্যালেস্তাইনের সঙ্গে ভারতের দীর্ঘ দিনের সম্পর্কে তার কোনও প্রভাব পড়বে না।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2slm7sf
February 10, 2018 at 05:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন