‘অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা সংস্কৃতি চর্চা জানে না’

সুরমা টাইমস ডেস্ক::                 প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অশুভ পথে, অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা কখনো সংস্কৃতি চর্চা করতে জানে না, ভাষাচর্চা করতে জানে না। এদের মানসিকতা একটু ভিন্ন।’

আজ বৃহস্পতিবার অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে আজ শুরু হলো বইমেলা।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা স্বাধীন জাতি। স্বাধীন জাতি হিসেবে স্বাধীনতার চেতনা নিয়ে আমরা বাংলাদেশকে গড়তে চাই। যে বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক। যে বাংলাদেশ হবে শান্তিপূর্ণ। যে বাংলাদেশে প্রতিটি ধর্ম বর্ণের মানুষ তার নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষও তাঁদের ভাষার চর্চা করতে পারবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বইমেলা তো শুধু বই কেনাবেচার জন্য না। বইমেলা কিন্তু আকর্ষণ করে। আমাদের সাহিত্য চর্চার ক্ষেত্র প্রসারিত করে। অজানাকে জানার সুযোগ করে দেয়। আমরা নিজেরাই বলি এটা আমাদের প্রাণের মেলা।’



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2EuzQzg

February 01, 2018 at 10:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top