ফুটবলের জাদুকর আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বার্সার প্রাণ ভোমরার ফুটবল নৈপুণ্য দেখে মেসি বিদ্বেষীরাও তার প্রশংসা করতে কার্পণ্য করেন না। জিরোনার বিপক্ষে গতরাতে মেসি যা দেখালেন এর তুলনা চলে শুধুমাত্র সাবেক ব্রাজিলীয় ফুটবলার রোনালদিনহোর সাথে। ৬-১ গোলে জয়ের ম্যাচে ফ্রি কিকে গোল করে সবাইকে বোকা বানিয়েছেন মেসি। সেই সঙ্গে তার শট দেখে মুগ্ধ গোটা ফুটবল অঙ্গন। গোলের বিবরণ দেওয়ার আগে বলে নেওয়া ভালো, বার্সেলোনার হয়ে মেসির এমন গোল এই প্রথম। এর আগে জাতীয় দলের জার্সিতে ২০১৪ বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ফ্রি-কিক আন্ডার দ্য ওয়াল থেকে গোল করেছিলেন তিনি। সেই উরুগুয়ের সুপারস্টার লুইস সুয়ারেস বার্সেলোনার জার্সিতে গতরাতে হ্যাটট্রিক করে বসলেন। আর জোড়া গোল করা মেসির এই ফ্রি কিকটাই চলে এসেছে সমর্থকদের আলোচনায়। ম্যাচের ৩৬ তম মিনিটে জিরোনার ডি বক্সের বাইরে ফ্রি-কিকের বাঁশি বাজান রেফারি। বার্সেলোনা তখন ২-১ ব্যবধানে এগিয়ে আছে। একটি করে গোল করেছেন লুইস সুয়ারেজ ও মেসি। ফ্রি কিক যেহেতু একটা পাওয়া গেছে, মেসিকেই সুযোগটা দিলেন অধিনায়ক। জিরোনার ফুটবলারদের মানবদেয়াল ভেদ করে চোখের পলকে বল জালে জড়ালেন আর্জেন্টাইন জাদুকর! সাধারণত গোলপোস্টের সামনে মানবদেয়াল হয়ে দাঁড়ানো প্রতিপক্ষ ফুটবলারদের মাথার ওপর দিয়েই সাধারণত বল জালে পাঠানোর চেষ্টা করেন সবাই। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা হলো, মেসি বলটা জালে জড়িয়েছেন নিচ দিয়ে! কিন্তু তার ভঙ্গিমায় এটাও বোঝা যাচ্ছিল যে, বল উড়তে যাচ্ছে। জিরোনার ফুটবলাররাও লাফ দিয়েছিলেন। কিন্তু মেসি সবাইকে বোকা বানিয়ে মাটি কামড়ে বল পাঠিয়ে দিলেন জিরোনার জালে! অপূর্ব দক্ষতা আর বুদ্ধিমত্তায় নিজের কাজ ঠিকই উদ্ধার করে নিলেন! এই না হলে ফুটবল জাদুকর! সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/১২:১৪/২৬ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2Cj78Da
February 26, 2018 at 06:25AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন