রাজধানীতে রাস্তায় ইউলুপের বিম ভেঙে পড়ল


সুরমা টাইমস ডেস্ক :: রাজধানীর মধ্যবাড্ডায় নির্মাণাধীন ইউলুপের একটি লোহার বিম ভেঙে পড়েছে। শনিবার সকাল সোয়া আটটার দিকে বিমটি ভেঙে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই বাড্ডা-রামপুরা এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগ জানিয়েছে, শনিবার সকালে হঠাৎ ইউলুপের লোহার বিম রাস্তার উপর ভেঙে পড়ে। আধা ঘণ্টার মধ্যে ট্রাফিক পুলিশ, বাড্ডা থানা পুলিশ ও নির্মাণ শ্রমিকদের সহযোগিতায় সেটি সরিয়ে নেয়া হয়। পৌনে নয়টা থেকে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়।

ট্রাফিক উত্তর বিভাগের বাড্ডা জোনের সহকারি কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, নির্মাণাধীন ইউলুপের লোহার বিম রাস্তার উপর ভেঙে পড়ায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছিল। সে সমস্যার সমাধান হলেও যানজট কাটেনি। যাত্রী, চালক ও পথচারীদের অসহযোগিতামূলক আচরণের কারণে যানজট এখনও রয়ে গেছে। রাস্তায় পার্কিং করা গাড়ি সরিয়ে নেয়া হচ্ছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2HmMOQC

February 17, 2018 at 01:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top