কলকাতা, ২২ ফেব্রুয়ারি- পঞ্চায়েতের আগে যুব সম্প্রদায়ের জন্য কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন আর্থিক বছরের বাজেট ঘোষণায় রাজ্যের কন্যাশ্রীদের জন্য খুশির খবর তো দিয়েছেনই, নতুন করে আরও এক প্রকল্প রূপশ্রী নিয়ে আসছেন রাজ্যে। এবার সবুজসাথীদের জন্যও দিলেন সুখবর। যে সমস্ত ছাত্রছাত্রীরা নবম শ্রেণিতে সাইকেল পায়নি, তাঁদের জন্য একাদশ-দ্বাদশ শ্রেণিতেও সবুজসাথী সাইকেল দেবেন মুখ্যমন্ত্রী। বুধবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের সভায় এই কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিনা পয়সায় সাইকেল দিচ্ছি, তার পিছনে নিশ্চয়ই কারণ রয়েছে। কেন দিই, এই প্রশ্ন ওঠে। কিন্তু কেউ কি ভেবে দেখেছেন, এক-একজন ছাত্রছাত্রী কত দূর-দূরান্ত থেকে স্কুলে পড়তে আসে। তারা কীভাবে আসে, তাদের কষ্টের কথা কেউ কি ভেবেছে। ওরা কষ্টের কথা কাউকে বলতে পারে না। তা বলে কি ওদের কথা ভাবব না। সেই ভাবনা থেকেই ছাত্রছাত্রীদের পড়াশোনার গতি আনতে এই সাইকেল দেওয়া হয়। তিনি জানান, ইতিমধ্যেই ৭০ লক্ষ ছাত্রছাত্রী সবুজসাথী সাইকেল পেয়েছে। আমার বিশ্বাস, এই সাইকেল প্রাপ্তী তাঁদের যেমন গতি দেবে, তেমনই পড়াশোনাতেও উৎসাহী করে তুলবে। তাঁরা একদিনে সেই উৎসাহের জোরেই সমাজের একজন হয়ে উঠবে। সবুজসাথী সবুজের বন্ধু হয়ে থাকবে তাঁদের সঙ্গে। সামনেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। মুখ্যমন্ত্রীর সমস্ত ছাত্রছাত্রীকে আগাম শুভেচ্ছা জানান ছাত্রছাত্রীদের। আরও পড়ুন: মহান ২১ শে ফেব্রুয়ারি নিয়ে টুইটারে যা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এদিন বলেন, ৭০ লক্ষ ছাত্রছাত্রীকে যেমন সাইকেল দেওয়া হয়েছে, তেমনই রাজ্যের ১৫ হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪৫ লক্ষ ছাত্রীকে কন্যাশ্রী প্রকল্পের আওতায় আনা হয়েছে। কন্যাশ্রী প্রকল্পে রাজ্য সরকার ১২০০ কোটি টাকা বরাদ্দ করেছে আগামী আর্থিক বছরে। এই প্রকল্পে বার্ষিক বৃত্তির পরিমাণ ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হচ্ছে। তাঁর কথায়, এছাড়াও অন্যান্য শিক্ষা সামগ্রী থেকে শুরু করে জুতো পর্যন্ত দেওয়া হয় বিনা পয়সায়। আমাদের একটাই আশা ছাত্রছাত্রীরা পড়াশোনা করে বড় হবে, বাংলার মান উঁচুতে তুলে ধরবে। বাংলাকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসন দেওয়ার লক্ষ্যেই তিনি শত প্রতিকূলতা সত্ত্বেও সরকারি এইসব পরিষেবা তুলে দিচ্ছেন। এআর/১১:১০/২২ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2omBkE2
February 22, 2018 at 05:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top