চালসা, ২ জানুয়ারিঃ মাজারের দান বাক্সের তালা ভেঙে টাকা চুরি। ঘটনাটি মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোড়ার দরবেশ কাতেবী শাহ-র মাজারের।
জানা গিয়েছে, প্রতি বৃহস্পতিবার ওই মাজারে সাপ্তাহিক মিলাদ প্রার্থনা হয়। নানা সম্প্রদায়ের মানুষ দরবেশের মাজারে হাজির হন। শুক্রবার সকালে প্রতিদিনের মতো মাজারের খাদেম মহম্মদ দুলু মাজারে গিয়ে দেখেন, দান বাক্সের তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। বাক্সে থাকা নগদ টাকা উধাও। ঘটনাক বিষয়টি তিনি দরবেশ কমিটিকে জানান। কমিটির সদস্যরা এসে গোটা বিষয়টি খতিয়ে দেখেন।
দরবেশ কমিটির সম্পাদক আব্দুল মান্নান বলেন, ‘একটি ধর্মীয় জায়গায় চুরির ঘটনায় আমরা হতবাক। প্রতি সপ্তাহে ওই দান বাক্সে প্রায় ২ থেকে ৩ হাজার টাকা জমা হয়। সেই টাকা দিয়ে মাজারের উন্নয়নমূলক কাজ করা হয়। চুরির ঘটনাটি মেটেলি থানায় জানানো হয়েছে।’
উল্লেখ্য, এর আগেও মাজারের দান বাক্স থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে।
সংবাদদাতাঃ রহিদুল ইসলাম
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2BPc0v3
February 02, 2018 at 10:26PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন