শিলিগুড়ি, ১৫ ফেব্রুয়ারিঃ অভিযান চালিয়ে ৩৪৭ কেজি পোস্তর খোসা উদ্ধার করল নারকোটিক্স কনট্রোল ব্যুরো ও এসএসবি। বুধবার সন্ধ্যায় ঘোষপুকুর টোল প্লাজার কাছে এই অভিযান চালানো হয়। একটি ট্রাক্টরে কয়েকটি বস্তায় বেঁধে এই পোস্তর খোসা নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। তার নাম গোপাল মাহাতো (২৬)। সে বিহারের কিশনগঞ্জের বাসিন্দা। নারকোটিক্স কনট্রোল ব্যুরোর জোনাল ডিরেক্টর দিলীপকুমার শ্রীবাস্তব জানান, উদ্ধার হওয়া পোস্তর খোসা মালদা থেকে নেপালে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে বস্তাসহ ট্রাক্টরটিকে আটক করা হয়। ওই খোসার দাম বাজারে প্রায় ২০ লক্ষ টাকা বলে জানিয়েছেন তিনি। ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি জেলা আদালতে তোলা হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2o0oSKN
February 15, 2018 at 12:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন