নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারিঃ পাকিস্তানের কাছে গুপ্তচরবৃত্তি এবং তথ্য পাচারের অভিযোগে এক বায়ুসেনা অফিসারকে গ্রেফতার করা হল। দিল্লি থেকে ওই অফিসারকে গ্রেফতার করা হয় বৃহস্পতিবার। দুই পাকিস্তানি সংস্থা, যারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের মহিলা বলে পরিচয় দিয়েছিল, তাদের ফাঁদে পা দিয়ে তথ্য পাচার করেছিল ওই অফিসার।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই অফিসারের নাম অরুণ মারওয়া(৫১)। দিল্লিতে বায়ুসেনার প্রধান কার্যালয়ে তিনি পোস্টেড। ভারতীয় বায়ুসেনার প্যারা-জাম্পিং ইনস্ট্রাকটর এবং গরুড় কম্যান্ডোর প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন মারওয়া। আগামী বছরেই অবসর নেওয়ার কথা রয়েছে তাঁর।
জানা গিয়েছে, ফেসবুকে মহিলা পরিচয় দিয়ে ভুয়ো অ্যাকাউন্ট খুলেছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর দুই এজেন্ট। বন্ধুত্ব পাতিয়েছিল ভারতীয় বায়ুসেনার ওই অফিসারের সঙ্গে।
বায়ুসেনা সূত্রে খবর, বিষয়টি শুরু হয়েছিল মাস কয়েক আগে। ফেসবুকে চ্যাটিং এর পর হোয়াটসঅ্যাপে কথাবার্তা চলত নিয়মিত। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়িয়ে বায়ুসেনা অফিসারের বিশ্বাস অর্জন করে তারা।
লক্ষ্য ছিল বিশ্বাস অর্জন করে দেশের গোপন তথ্য হাতানো। জানা গিয়েছে, ওই অফিসারকে হোয়াটসঅ্যাপে অশ্লীল ছবি পাঠাত ফেসবুকের ওই দুই ‘মহিলা বন্ধু’। তার পরিবর্তে দেশের গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতেন তিনি। তদন্তকারীরা প্রাথমিক ভাবে মনে করছেন, মারওয়ার কাছ থেকে সাইবার ওয়ারফেয়ার, স্পেস এবং স্পেশাল অপারেশন সংক্রান্ত কিছু তথ্য হাতিয়ে নিয়েছে ওই আইএসআই এজেন্টরা।
বায়ুসেনা সূত্রে খবর, মারওয়ার বিরুদ্ধে সন্দেহটা দানা বেঁধেছিল কয়েক সপ্তাহ আগে। বায়ুসেনার এক শীর্ষ আধিকারিকের নজরে বিষয়টি আসার পরই শুরু হয় অন্তর্তদন্ত। গত ১০ দিন ধরে বায়ুসেনার কাউন্টার ইন্টেলিজেন্স উইং মারওয়াকে জেরা করে। এর পরই দিল্লি পুলিশের হাতে মামলাটি তুলে দেওয়া হয়। গ্রেফতারের পর তাঁকে ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। পুলিশের দাবি, মারওয়াকে গ্রেফতারের সময় তাঁর কাছে একটি মোবাইল ফোনও ছিল, যা বায়ুসেনার কার্যালয়ে সম্পূর্ণ নিষিদ্ধ।
মারওয়া আইএসআই পরিচালিত কোনও বড় চক্রের সঙ্গে জড়িত রয়েছেন কিনা তা তদন্ত করছে পুলিশ।
মারওয়ার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট-এ মামলা রুজু হয়েছে। এক্ষেত্রে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তাঁর। তবে মারওয়ার গ্রেফতারি নিয়ে সরকারি ভাবে কোনও মন্তব্য করেনি বায়ুসেনা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ERME2J
February 09, 2018 at 02:26PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন