নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারিঃ ৭৮০টি ভারতীয় ভাষা আবিষ্কার করলেন গণেশ দেবী। গুজরাটের একটি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ১৬ বছর ইংরেজির অধ্যাপক হিসেবে কাজ করেছেন তিনি। অবসর নিয়েই নামেন ভাষার সন্ধানে। শুধু হিমাচলপ্রদেশেই ১৬টি ভাষার আবিষ্কার করেছেন তিনি। ভাষাবিদ হিসেবে কোনও প্রশিক্ষণ নেই তাঁর। অধ্যাপনা শেষে স্থানীয় উপজাতিদের নিয়ে কাজ করতে প্রান্তিক গ্রামে যান। ১১টি আদিবাসী ভাষা নিয়ে একটি জার্নাল প্রকাশ করেন।
এছাড়াও তিনি দেখেন ভারতীয়রা ১২৫টি বিদেশি ভাষাকে মাতৃভাষা হিসেবে ব্যবহার করেন। ভারতে সবচেয়ে বেশি মানুষ হিন্দিতে (৪০ শতাংশ) কথা বলেন। বাংলায় ৮.০ শতাংশ, তেলুগুতে ৭.১ শতাংশ, মারাঠিতে ৬.৯ শতাংশ ও তামিলে কথা বলেন ৫.৯ শতাংশ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2oeBbTM
February 21, 2018 at 06:41PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন