ভয়াবহ অগ্নিকান্ড মুর্শিদাবাদে

মুর্শিদাবাদ, ১৪ ফেব্রুয়ারিঃ অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদে কান্দি মহকুমা হাসপাতাল চত্ত্বরে। ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে। হাসপাতালের স্টোররুমে শর্টসার্কিট থেকে আগুন লাগে বলে অনুমান করা হচ্ছে।

সূত্রের খবর, গভীর রাতে স্টোররুম থেকে ধোঁয়া বেড়াতে দেখে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পাশের প্রসূতি বিভাগে। রাতে সমস্ত বিভাগের তালা বন্ধ থাকায় প্রাণে বাঁচতে শুরু হয় চিৎকার।  স্থানীয়দের তৎপরতায় পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেওয়া হলে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় কান্দি থানার পুলিশ। স্টোররুম সংলগ্ন প্রসূতি বিভাগ সহ বিভিন্ন বিভাগের দরজাজানালা ভেঙে উদ্ধার করা হয় রোগী ও রোগীর আত্মীয়পরিজনদের। ঘন্টা দুয়েকের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনে দমকলবাহিনী। ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন রোগী ও রোগীর আত্মীয়পরিজন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2o6ijpf

February 14, 2018 at 04:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top