হবিগঞ্জে শাকিব খানের মামলার প্রতিবেদন দাখিলের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি::         চিত্রনায়ক শাকিব খানসহ ‘রাজনীতি’ চলচ্চিত্রের পরিচালক বুলবুল বিশ্বাস ও প্রযোজক আশফাক আহমেদের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৫ কার্যদিবসের মধ্যে দাখিলের নির্দেশ নিয়েছেন আদালত। গতকাল বুধবার (৭ই ফেব্রুয়ারি) হবিগঞ্জের আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সম্পা জাহান এ আদেশ দেন।

‘রাজনীতি’ চলচ্চিত্রে ব্যক্তিগত মোবাইল নম্বর ব্যবহার করায় গত বছরের ২৯শে অক্টোবর প্রতারণা ও ৫০ লাখ টাকার মানহানির মামলা দায়ের করেন বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের সিএনজিচালিত অটোরিকশাচালক ইজাজুল মিয়া। এরপর আদালত গোয়েন্দা পুলিশকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন। কিন্তু এখন পর্যন্ত আদালতে প্রতিবেদন দাখিল করেনি পুলিশ।

মামলায় উল্লেখ করা হয়, রাজনীতি চলচ্চিত্রের ২৬ মিনিট ১২ সেকেন্ডের সময় চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাসের এক প্রশ্নের জবাবে নায়ক শাকিব খান বলেন, ‘আমার মোবাইল নম্বর ০১৭১৫-২৯৫২২৬’। প্রকৃতপক্ষে ওই মোবাইল নম্বরটি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের অটোরিকশাচালক ইজাজুল মিয়ার।

চলচ্চিত্রে মোবাইল ফোন নম্বরটি প্রচারের পর গত ১০ই জুলাই রাত থেকে ১৫ই জুলাই রাত পর্যন্ত পাঁচ দিনে অন্তত ৫০০’ কল আসে। তাদের মধ্যে বেশির ভাগই মেয়েদের ফোন। শাকিব খান মনে করে খুলনা থেকে এক তরুণী চলে আসে ইজাজুলের বানিয়াচংয়ের বাড়িতে।

দিনরাত অনবরত ফোনে এক সন্তানের জনক ইজাজুলের সংসার ভাঙার উপক্রম হয়। অনুমতি ছাড়া সিনেমায় মোবাইল নম্বর ব্যবহার করায় এবং সেটি বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হওয়ায় প্রতারণা ও ৫০ লাখ টাকার মানহানির মামলা দায়ের করেন ইজাজুল মিয়া।

এ বিষয়ে জানতে চাইলে শাকিব খান বলেন, সিনেমায় কী সংলাপ ব্যবহার হবে, তা শুধু পরিচালকই জানেন। রাজনীতি ছবিতে যে সংলাপ ব্যবহার করা হয়েছে, সেটা পরিচালকই ঠিক করে দিয়েছেন। এ সংলাপের বিষয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2Eojbjt

February 08, 2018 at 03:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top