কুমিল্লার নতুন জেলা প্রশাসক হচ্ছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোঃ আবুল ফজল মীর। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা যায়। কুমিল্লা ছাড়াও দেশের ২২ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
জানাযায়, ২০তম বিসিএসে উত্তীর্ণ মো: আবু ফজল মীর ২০০১ সালের ২৮ মে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদেন এবং কুড়িগ্রাম জেলা প্রশাসকের সহকারী কমিশনার হিসেবে নিযুক্ত হন। তিনি ব্রাণবাড়িয়ার সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) কমিশনারের দায়িত্ব পালন করেন এবং ২০০৬ সালে উর্ধ্বতন সহকারি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ২০০৬-২০০৭ সাল পর্যন্ত ব্রাণবাড়িয়া জেলার রেভেনিউ ডেপুটি কালেক্টরের দায়িত্ব পালন করেন।
মো: আবু ফজল মীর রাজশাহীর মোহনপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছিলেন। তিনি আগস্ট ২০০৯ থেকে অক্টোবর ২০১২ পর্যন্ত মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর সহকারি প্রাইভেট সেক্রেটারীর দায়িত্ব পালন করেন। তিনি অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে ঢাকা জেলায় দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি এডিসি (এলএ), এডিসি (ইডি), এডিএম এবং এডিসি (রেভ) হিসেবে ঢাকায় কালেক্টরেটে কর্মরত ছিলেন। ২০১৫ সালে তিনি উপ সচিব পদে পদোন্নতি লাভ করেন। তিনি নৌ পরিবহন মন্ত্রণালয়ের বিআইডব্লিউটিএ বিভাগে কর্মরত ছিলেন।
মো: আবু ফজল মীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সয়েল সাইন্সে সম্মানসহ ১৯৯২-৯৩ সালে ১ম বিভাগে মাষ্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৯ সালে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে ন্যাচারাল রিসোর্চ সম্পন্ন করেন। ২০১১ সালে এমবিএ করেন। মো: আবু ফজল মীর ইউকে, অস্ট্রেলিয়া, চায়না, সিঙ্গাপুর, ফিলিপাইন, ডেনমার্ক, সুইজারল্যান্ড, নর্থ আয়ারল্যান্ড, ফ্রান্স, মালয়েশিয়া, কেএসএ এবং ভারতে বিভিন্ন প্রশিক্ষণ সেমিনারে যোগ দেন।
তিনি ১৯৭২ সালে নরসিংধী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বিসিএস শিক্ষা ক্যাডারে সদস্য মনিরা নাজনীনের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। তাদের বড় ছেলে এরিক ইনতেনাম মীর, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড কারিগরি বিশ্ববিদ্যালয়ে (কিউইউটি) এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যাপনা করছেন। ছোট ছেলে আশির ইনতেসার মীর ঢাকার বিআম মডেল স্কুল এন্ড কলেজে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। মো: আবু ফজল মীর বিভিন্ন সামাজিক কর্মকা-ে জড়িত রয়েছেন।
তিনি ঢাকা ইউনিভার্সিটির এ্যালামনাই এসোসিয়েশন ১৯৮৯ ব্যাচ-এর (ডিইউএএবি-৮৯) প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি এমগোস ব্যান্ড কো’অপারেটিভ সোসাইটির সেক্রেটারি এবং নিসর্গ হাউজিং সোসাইটির সভাপতি। তিনি বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সেন্ট্রাল ওয়াকিং কমিটির নির্বাহী সদস্য। এছাড়াও তিনি ঢাকা অফিসার্স কাব ও আর্মি গোল্ফ কাবের সদস্য।
from Comillar Khabor – কুমিল্লার খবর http://ift.tt/2oxP92H
February 26, 2018 at 10:51AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন