সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযানে ৭২ ঘণ্টায় ৬১ জন আটক

সুরমা টাইমস ডেস্ক ঃঃ সিলেটে পুলিশের নাশকতাবিরোধী সাঁড়াশি অভিযানে গত ৭২ ঘণ্টায় ৬১ জনকে আটক করা হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নামে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট জেলার পুলিশ সুপার জনাব মো. মনিরুজ্জামানের নির্দেশনায় সিলেট জেলার বিভিন্ন থানায় গত ৪ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে নাশকতা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিলেট জেলার বিভিন্ন থানা এলাকায় মঙ্গলবার ২৬ জন সহ ৭২ ঘণ্টায় মোট ৬১ জন নাশকতাকারীকে আটকপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

নাশকতায় জড়িত থাকার কারণে এ সময়ে বিশেষ ক্ষমতা আইনে গোলাপগঞ্জ মডেল থানায় ২টি, বিশ্বনাথ ও ওসমানীনগর থানায় ১টি করে ৪টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত সিলেট জেলা পুলিশের সাঁড়াশি বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2nRq2r5

February 07, 2018 at 02:31PM
07 Feb 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top