মুম্বই, ১২ ফেব্রুয়ারিঃ ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বই বিশ্বের ধনী শহরগুলির মধ্যে দ্বাদশ স্থানাধিকারী। জানা গিয়েছে, মুম্বইয়ের মোট সম্পদের পরিমাণ ৯৫০ বিলিয়ন মার্কিন ডলার। এই হিসেব শুধুমাত্র মুম্বইয়ে বসবাসকারী মানুষদের ব্যক্তিগত সম্পত্তির নিরিখে করা। এটি শুধুমাত্র বেসরকারী সম্পত্তির পরিপ্রেক্ষিতে তৈরি, সরকারি তহবিলের হিসেব এর মধ্যে নেই। মুম্বইয়ের পরই রয়েছে টরন্টো (৯৪৪ বিলিয়ন মার্কিন ডলার), ফ্র্যাঙ্কফুর্ট (৯১২ বিলিয়ন মার্কিন ডলার), প্যারিস (৮৬০ বিলিয়ন মার্কিন ডলার)।
সূত্রের খবর, মুম্বইয়ে মোট ২৮ জন ধনকুবেরের প্রত্যেকের সম্পদের পরিমাণ প্রায় ১০০ কোটিরও বেশি।
নিউ ওয়ার্ল্ড ওয়েলথ সংস্থা সারা বিশ্বের শহরগুলির সম্পদের পরিমাণ সংক্রান্ত এই রিপোর্ট প্রকাশ করেছে। ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার সম্পদ নিয়ে এই তালিকার শীর্ষে রয়েছে নিউ ইয়র্ক।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2EYJY3I
February 12, 2018 at 12:43PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন