৫ মার্চ পর্যন্ত কর্মবিরতির সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের আইনজীবীদের

কলকাতা, ২৭ ফেব্রুয়ারিঃ বিচারপতি নিয়োগের দাবিতে ৫ মার্চ পর্যন্ত কর্মবিরতির সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্টের আইনজীবী সংগঠন। দাবি না মেটায় এই সিদ্বান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার এনিয়ে বৈঠকে বসবেন আইনজীবীরা।

১৯ ফেব্রুয়ারি থেকে ৫ দিনের কর্মবিরতির ডাক দিয়েছিল হাইকোর্টের তিনটি আইনজীবী সংগঠন। গত শুক্রবার কর্মবিরতির শেষ দিনে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির সঙ্গে দেখা করেন তিনটি সংগঠনের সদস্যরা। বিচারপতি নিয়োগ নিয়ে আশ্বস্ত করেন রাজ্যপাল। এরপরও কোনও সমাধান না হওয়ায় সোমবার আইনজীবীরা বৈঠকে বসেন। হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি উত্তম মজুমদার জানান, এখনও পর্যন্ত বিচারপতি নিয়োগের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রীয় সরকার। তাই কর্মবিরতির সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2EVz25P

February 27, 2018 at 12:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top