জেদ্দা, ২১ ফেব্রুয়ারি- জাতীয় কর্মসূচির আলোকে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। প্রথম পর্বে সূর্যদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে কনসাল জেনারেল আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করে। দ্বিতীয় পর্বে কোরআন তেলাওয়াত, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন বলেন, বিশ্বের সকল ক্ষুদ্র জাতিসত্ত্বার ভাষা ও সংস্কৃতিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার পদক্ষেপ গ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানান। পরিশেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া কনস্যুলেট প্রাঙ্গণে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং কনস্যুলেট মসজিদে কোরআন খানির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে কনস্যুলেটের কর্মকর্তা/কর্মচারীসহ সব স্তরের প্রবাসী বাংলাদেশি ও মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সূত্র: জাগোনিউজ২৪ আর/১০:১৪/২১ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2GAnyFg
February 22, 2018 at 05:49AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top