নিজস্ব প্রতিবেদক :: ঢাকা থেকে সড়কপথে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আজ সোমবার বিকেলের দিকে বিশাল গাড়ি বহর ও বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে তার সিলেট এসে পৌঁছার কথা রয়েছে। সিলেটে এসে তিনি হযরত শাহজালাল ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করবেন।
সিলেট সার্কিট হাউসে রাত্রীযাপন শেষে মঙ্গলবার সকালে সড়কপথে আবারও ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে তার।
সিলেটে যেসব সড়ক দিয়ে খালেদা জিয়ার গাড়িবহর যাবে সেসব সড়কের দুইপাশে দাঁড়িয়ে দলীয় চেয়ারপারসনকে স্বাগত জানাবে নেতাকর্মীরা। সিলেটের প্রবেশদ্বার হিসেবে খ্যাত শেরপুর থেকে শুরু হবে এই স্বাগত জানানো- এমনটা জানিয়েছেন দলের জেলা ও মহানগর শাখার নেতারা।
মহানগর বিএনপির সহ সভাপতি সালেহ আহমদ খসরু জানান, খালেদা জিয়া প্রথমে সিলেট সার্কিট হাউসে ওঠবেন। সেখানে প্রায় ২০ মিনিট বিরতি নেবেন। তিনি চন্ডিপুল-হুমায়ূন রশীদ চত্বর, সোবহানীঘাট পয়েন্ট, ধোপাদিঘীরপাড়, সিটি পয়েন্ট ও সুরমা পয়েন্ট হয়ে সার্কিট হাউসে যাবেন।
সার্কিট হাউসে বিরতি নেয়ার পর তিনি যাবেন হযরত শাহজালাল (রহ.) এর মাজারে। এসময় তিনি কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, চৌহাট্টা সড়ক ব্যবহার করবেন।
হযরত শাহজালাল (রহ.) এর মাজার জেয়ারত শেষে খালেদা জিয়া সরাসরি চলে যাবেন হযরত শাহপরাণ (রহ.) মাজারে। এসময় তিনি ব্যবহার করবেন চৌহাট্টা, নয়াসড়ক, কুমারপাড়া, নাইওরপুল, মিরাবাজার, টিলাগড়, মেজরটিলা সড়ক। এরপর তিনি শিবগঞ্জ, মিরাবাজার, সোবহানীঘাট, বন্দরবাজার হয়ে সার্কিট হাউসে ফিরবেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2GNtRGB
February 05, 2018 at 01:16PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন