দেশে প্রথম ‘স্নো লেপার্ড’ গণনার কাজ শুরু এপ্রিলে

জম্মু ও কাশ্মীর, ১২ ফেব্রুয়ারিঃ  এই প্রথম লাদাখে ‘স্নো লেপার্ড’ গণনা শুরু করবেন জম্মু ও কাশ্মীরের বন কর্মকর্তারা। এপ্রিল মাসে এই গণনার কাজ শুরু করা হবে। ভারতের বন বিভাগ ও পরিবেশ এবং বন ও জলবায়ু মন্ত্রণালয়ের (এআইএমইসি)যৌথ সহযোগিতায় হেমসি ন্যাশনাল পার্ক এবং লাদাখের কারগিল এলাকায় এই গণনার কাজটি সম্পন্ন করা হবে।

হেমসি ন্যাশনাল পার্কের তত্ত্বাবধায়ক পঙ্কজ রায়না জানান, ‘দেশে প্রথমবারের জন্য আমরা অল ইন্ডিয়া টাইগার মডেলের প্রক্রিয়ায় এই ‘স্নো লেপার্ড’ গননার কাজটি শুরু করতে চলেছি। এপ্রিল মাসেই এই গননার কাজ শুরু করা হবে বলে আশা রাখি।’

দেরাদুনের ওয়াল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (ডব্লিউআইআই) দেওয়া তথ্য অনুযায়ী জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং সিকিমের প্রায় ৭৫০টি ‘স্নো লেপার্ড’ রয়েছে বলে অনুমান করা য়ায়।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2EYwtkA

February 12, 2018 at 02:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top