ওয়েব ডেস্ক, ২০ ফেব্রুয়ারিঃ পিএনবি-র জন্যই তিনি নাকি ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারেননি। ব্যাংকই নাকি অতিরিক্ত ঈর্ষান্বিত হয়ে তাঁর ব্র্যান্ড ও ব্যবসার বারোটা বাজিয়ে দিয়েছে। এমনই দাবি করছেন ১১ হাজার কোটি টাকার কেলেঙ্কারির নায়ক নীরব মোদি। তাঁর অবশ্য বক্তব্য, ১১ হাজার কোটি টাকা নয়, তাঁর কাছে ব্যাংকের পাওনা বড়জোর ৫০০০ কোটি টাকা। তাও গত ১৩ ফেব্রুয়ারি তাঁর সংস্থার প্রতিনিধিদের সঙ্গে পিএনবি কর্তৃপক্ষের যে বৈঠক হয়েছিল সেখানে তাঁর তরফে ঋণ শোধের ব্যাপারে কিছু প্রস্তাব দেওয়া হয়েছিল। পিএনবি সেসব কানেই তোলেনি। তার পরদিনই আরবিআই ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাকে বিস্তারিত জানিয়ে দেওয়া হয়। তার জন্য নীরবের পক্ষে আর ঋণ শোধ করা সম্ভব হচ্ছে না।
কী ধরনের প্রস্তাব দিয়েছিলেন নীবর। তার একটা হল, তাঁর চেন বিজনেসে ২২০০ কর্মী কাজ করেন। আপাতত তাঁদের মাইনে দিক পিএনবি। নীরবের আরও বক্তব্য, তাঁর আত্মীয়স্বজনদের সম্পত্তি ধরে অহেতুক টানাটানি করা হচ্ছে। তাঁর ব্যবসার সঙ্গে তাঁদের কোনো সম্পর্কই নেই।
নিজের সঙ্গে মামা মেহুলকে বাঁচানোর এই নীরব চেষ্টার জবাব সরকার ও পিএনবি কী দেয় তার অপেক্ষায় সারা দেশ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2FeBTru
February 20, 2018 at 10:26AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন