ঢাকা, ১৫ ফেব্রুয়ারি- সাদিকা পারভিন পপি তবে বাংলা চলচ্চিত্রে পপি নামেই পরিচিত। জনপ্রিয় এ চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল মডেলিং থেকে চলচ্চিত্রে আসেন পপি। লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করেন পপি। বেশ লম্বা সময় চলচ্চিত্র থেকে দূরে থাকলেও ফের চলচ্চিত্র ও চলচ্চিত্রের বিভিন্ন কর্মকান্ডে অংশ নিচ্ছেন তিনি। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে গতকাল এফডিসিতে আয়োজন করা হয়েছিল পরিষ্কার অভিযান। যার কারনে সকাল থেকেই শিল্পীদের পচারনায় মুখরিত ছিলো এফডিসি প্রাঙ্গন। এসেছিলেন নায়িকা পপিও। কাজের এক ফাঁকে ভালোবাসা দিবস উপলক্ষে সাংবাদিকদের সাথে কথা হয় নায়িকা পপির। ভালোবাসা নিয়ে পপি বলেন, বন্ধুত্ব, সততা এবং আন্তরিকতা এই তিনটা জিনিস না থাকলে ভালোবাসা টেকে না। শুধু প্রেমিক-প্রেমিকা নয়, বন্ধু, বাবা-মা সবার সঙ্গে ভালোবাসা মজবুত রাখতে হলে এগুলো অবশ্যই থাকতে হবে। আমার প্রেম এখন সিনেমার সঙ্গে । এছাড়া পরিবারের মানুষদের আমি ভালোবাসি, সিনেমার মানুষদের ভালোবাসি। প্রেম করেন কিনা জানতে চাইলে হেসে হেসে পপি বলেন,আমার কোনোবয়ফ্রেন্ড নেই। আমি এখনও সিঙ্গেল। বয়ফ্রেন্ড থাকলে এখনও কি একা থাকতাম? বিয়ে করে ফেলতাম। আরও পড়ুন: ঝাড়ু হাতে এফডিসিতে রিয়াজ, পপি, জায়েদ ও কেয়া গিফট পেতে কেমন লাগে জানতে চাইলে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত এই নায়িকা বলেন, গিফট পেতে এবং দিতে বেশ ভালো লাগে। ভালোবাসা দিবসে উপহার পেতে ভালো ভালো লাগে। বিশেষ করে প্রিয় মানুষের কাছ থেকে ফুল কিংবা বই পেতে আমি বেশি ভালো লাগে। আমার বাসায় একটা বইয়ের শেলফ রয়েছে। সেখানে হুমায়ূন আহমেদ, সমরেশ মজুমদারের অনেক বই রয়েছে। এই দুই লেখকের বই খুব প্রিয়। উল্লেখ্য, ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহেশত ছায়াছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন পপি। কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কুলি।পপি মেঘের কোলে রোদ, কি যাদু করিলা, গঙ্গাযাত্রা ছায়াছবিতে অভিনয়ের করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুস্কাররে ভূষিত হয়েছেন। আর/১৭:১৪/১৫ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2szyMaX
February 16, 2018 at 12:17AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন