শিবগঞ্জে এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য

পিতার নিকট হতে যৌতুকের টাকা এনে দিতে অস্বীকৃতি জানায় পাষন্ড স্বামী দুলাল তার স্ত্রী পানতারা বেগম (২২) কে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছেÑ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা এলাকায়। সরজমিনে গেলে পানতারা বেগমের পিতা মাহিদুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যার পর দুলালের মা শওকত আরা মোবাইল ফোনের মাধ্যমে জানায়, পানতারা আত্মহত্যা করেছে। খবর পেয়ে আমরা ছুটে আসলে আমার মেয়ের লাশ ছাড়া অন্য কাউকে বাড়িতে পায়নি। পানতারার বোন পিয়ারা বেগম জানান, মাত্র দুই বছর আগে ৬০ হাজার টাকা যৌতুকের বিনিময়ে দুলালের সাথে পানতারার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের এক বছর পর তার ঘরে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। কন্যা সন্তানের বয়স ১০ মাস। এদিকে ৬০ হাজার টাকা যৌতুক দেয়ার পরই মাঝে মধ্যেই পানতারার ওপর আরও যৌতুকের টাকার জন্য নির্যাতন করে আসছিল। মঙ্গলবার দুলাল পানতারা বেগমকে যৌতুকের জন্য প্রথমে মারপিট ও পরে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় শ্বশুড় বাড়ির আত্মীয়স্বজন। শিবগঞ্জ থানার এসআই গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে বুধবার সকালে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। তিনি আরো জানান, মরদেহ উদ্ধারের সময় দুলালের বাড়িতে কাউকে পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা উদঘটন হবে বলে জানিয়েছেন পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২১-০২-১৮
                                                                                         


from Chapainawabganjnews http://ift.tt/2GyFtwe

February 21, 2018 at 10:23PM
22 Feb 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top