পারিশ্রমিক বাড়ালেন রণবীর

মুম্বই, ১২ ফেব্রুয়ারিঃ সিনেমা সুপারহিট হলেই বেড়ে যায় তারকাদের দর। সেক্ষেত্রে ব্যতিক্রম নন রণবীর সিংও। বহু বিতর্কিত ছবি ‘পদ্মাবত’এ রণবীরের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সমালোচক থেকে দর্শককূল। জানা গিয়েছে, এই ছবির সাফল্যের পরই রণবীর তাঁর দর বাড়িয়েছেন। সূত্রের খবর, এতদিন রণবীর প্রত্যেক ছবির জন্য পারিশ্রমিক নিতেন ৭-৮ কোটি টাকা। ‘পদ্মাবত’এর সাফল্যের পর রণবীর নাকি তাঁর সেই পারিশ্রমিক বাড়িয়ে ১৩ কোটি টাকা করেছেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2slO8Qw

February 12, 2018 at 06:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top