প্রবেশিকা পরীক্ষায় বয়সের ঊর্ধ্বসীমা বাড়াল রেল

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারিঃ প্রবেশিকা পরীক্ষার বয়সের ঊর্ধ্বসীমা বাড়াল রেল। বিহার এবং কেরলে আন্দোলনের জেরে প্রবেশিকা পরীক্ষার ওপর থেকে বেশ কিছু বিধি-নিষেধ তুলে নেওয়া হল। সোমবার রেলের তরফে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, আরও বেশি আঞ্চলিক ভাষাতেও প্রবেশিকা পরীক্ষা দেওয়া যাবে। পরীক্ষা দেওয়া যাবে বাংলা এবং মালায়লামেও।

এছাড়া অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং লোকো পাইলটের জন্যে অসংরক্ষিত ক্যাটাগরিতে বয়সের উর্ধ্বসীমা ২৮ থেকে বাড়িয়ে করা হয়েছে ৩০। ওবিসি শ্রেণীর জন্যে ৩১ থেকে বাড়িয়ে ৩৩ করা হয়েছে। এসসি এবং এসটি ক্যাটাগরির জন্যে ৩১ থেকে বাড়িয়ে বয়সের উর্ধ্বসীমা ৩৫ করা হয়েছে।

গ্রুপ ডি শ্রেণীতে অসংরক্ষিত ক্যাটাগরিতে বয়সের উর্ধ্বসীমা ২৮ থেকে বাড়িয়ে ৩০ করা হয়েছে। ওবিসিতে ৩৪ থেকে ৩৬ করা হয়েছে, এসসি-এসটিদের জন্যে ৩৬ থেকে করা হয়েছে ৩৮।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2Hs6WRz

February 20, 2018 at 01:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top