রকেট লাঞ্চারসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার


সুরমা টাইমস ডেস্ক ঃঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় অভিযান চালিয়ে অভিযানে ট্যাঙ্ক বিধ্বংসী রকেট লাঞ্চারসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব-১১। অস্ত্র উদ্ধারের জন্য শুক্রবার সন্ধ্যা থেকে এ অভিযান শুরু হয়।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। অভিযানের সর্বশেষ অবস্থা জানানোর জন্য এবং অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের ব্যাপারে ব্রিফ করা হয়। আটটি বাংকারে অস্ত্রের সন্ধান পাওয়া গেছে।

এর আগে এই ব্যাপারে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, অস্ত্রের সন্ধান পেয়ে সাতছড়িতে অভিযান চালানো হয়েছে। সন্ধ্যা থেকে এখনো অভিযান চলছে। কিন্তু সেখানে নেটওয়ার্ক না থাকায় অভিযানের সর্বশেষ অবস্থা জানা যাচ্ছে না।

এর আগে ২০১৪ সালের ১ জুন থেকে ১৯ জুন পর্যন্ত টানা অভিযান চালানো হয় সাতছড়িতে। এরপর ২ সেপ্টেম্বর দ্বিতীয় দফায়, ১৭ সেপ্টেম্বর তৃতীয় দফা এবং ১৬-১৭ অক্টোবর চতুর্থ দফায় অভিযান চালায় র‌্যাব।

এ সময় ১২টি বাংকার ও তিনটি গর্ত থেকে মেশিনগান, রকেট লঞ্চার, রকেট চার্জার, বিমান বিধ্বংসী বুলেট, ট্যাংক বিধ্বংসী রকেট গোলাসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

অভিযানকালে উদ্ধার করা হয় বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহৃত ডায়েরি, বই, চাঁদার রশিদসহ অন্যান্য মালামাল। এ ঘটনায় ছয়টি মামলা দায়ের করা হয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2EDWTI8

February 03, 2018 at 03:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top