বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা


হবিগঞ্জ প্রতিনিধি :: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ও তারেক রহমানসহ অপর পাঁচ আসামীর কারাদন্ড রায়ের প্রতিবাদে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি বের করতেই চাইলে পুলিশের বাঁধার মুখে তা সম্ভব হয়নি।

শুক্রবার বিকেলে জেলা বিএনপির কার্যলয় থেকে সাধারণ সম্পাদক জিকে গউছের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি নেয়। এ সময় কার্যলয়ের সামনের প্রধান সড়কের দুপাশে শতাধিক পুলিশ অবস্থান নেয়।

মিছিলটি শহরের প্রধান সড়কে প্রবেশ করতে চাইলে পুলিশ বাঁধা দেয়। ফলে মিছিলটি শহরের প্রবেশ করতে পারেনি। কার্যালয়ের সামনেই নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগানের মাধ্যমে বিক্ষোভ করে।

এ সময় বক্তব্য রাখে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়ার জিকে গউছ।

তিনি বলেন- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মামলায় ৫ বছরের সাজা দেয়া হয়েছে। যা একটি নেক্কারজনক ঘটনা। আমরা গণতান্ত্রীক দেশে শান্তিপূর্ণ কোন কর্মসুচি পালন করতে পারি না।

এ সময় অনতি বিলম্বে বেগম খালেদা জিয়াসহ সবাইকে মুক্তি না দিলে দেশের জনগণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারিও দেন তিনি।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2Ee30Wv

February 09, 2018 at 05:47PM
09 Feb 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top