কোনাবাড়িতে আগুনে পুড়ে গেছে ২৭টি ঝুটের গুদাম


সুরমা টাইমস ডেস্ক :: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়িতে আগুনে পুড়ে গেছে ২৭টি ঝুটের গুদাম। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় লাগা আগুন মধ্যরাতের পর নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, কোনাবাড়ি জেলখানা রোড সংলগ্ন জমিদার মাঠে বেশ কয়েকটি ঝুটের গুদাম রয়েছে। “গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের গুদামগুলোতে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার ধারণ করে।

“ফায়ার সার্ভিসের জয়দেবপুর, কালিয়াকৈর, সাভার ইপিজেড এবং কাশিমপুর ডিবিএল গ্রুপের মিনি ফায়ার ব্রিগেডেরসহ ৬টি ইউনিটের কর্মীরা সাড়ে প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।”

ঝুটে আগুন দিয়ে সুতা পরীক্ষা করতে গিয়ে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় জানিয়ে আক্তারুজ্জামান বলেন, আগুনে কেউ হতাহত হয়নি। মালামালসহ ২৭টি গুদাম পুড়ে গেছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিস ও গুদাম কর্মীদের ডাম্পিংয়ের কাজ করতে দেখা গেছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2rZfcER

February 02, 2018 at 04:40PM
02 Feb 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top