রাজগঞ্জ, ১৭ ফেব্রুয়ারিঃ আগুনে ভস্মীভূত হয়ে যাওয়া রাজগঞ্জের শতাব্দী প্রাচীন দেবী চৌধুরানি ও ভবানী পাঠকের মন্দিরে তদন্তে এল ফরেনসিক দল। আজ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে তারা। গতকাল রাতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান জলপাইগুড়ির জেলা শাসক রচনা ভগত এবং পুলিশের আধিকারিকরা। মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। রাতেই এ খবর পৌঁছে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে। তাঁর নির্দেশে এদিন সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব, এসজেডিএ-এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রাণী মুখোপাধ্যায়, মহকুমা শাসক রঞ্জনকুমার দাস, ডিএসপি হেড কোয়ার্টার মানবেন্দ্র দাস, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় প্রমুখ।
পর্যটনমন্ত্রী বলেন, ‘শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে মন্দিরটি আগের মতোই তৈরি করা হবে। তবে তার আগে ঐতিহাসিক মন্দিরে কিভাবে আগুন লাগল, তা তদন্ত করে দেখা উচিত। তাই ফরেনসিক দলকে দায়িত্ব দেওয়া হয়েছে।’
সংবাদদাতাঃ রণজিৎ বিশ্বাস
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2o5Vm6l
February 17, 2018 at 03:14PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন