দোহা, ২২ ফেব্রুয়ারি- ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্যদিয়ে কাতারের বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। স্থানীয় সময় বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় কাতারের রাজধানী দোহা আল হেলাল বাংলাদেশ দূতাবাসে জাতীয় সঙ্গীতের সুরে সুরে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ সময় ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদের সভাপতিত্বে ও প্রথম সচিব নাজমুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর, বাণী পাঠ করেন শুনান যথাক্রমে শ্রম কাউন্সিলর ড. সিরাজুল ইসলাম, কাউন্সিলর কাজী জাবেদ ইকবাল, শ্রম প্রথম সচিব রবিউল ইসলাম, ৩য় সচিব মনিরুজ্জামান। আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপট ও ৫২ এর ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। সূত্র: বিডি প্রতিদিন এমএ/ ১১:১১/ ২২ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2BIyDF3
February 22, 2018 at 05:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top