মুম্বাই, ১২ ফেব্রুয়ারি- পদ্মাবত ছবিটির যে চরিত্রটি ইতিমধ্যে দর্শকদের মনে দাগ কেটেছে তা হলো আলাউদ্দিন খলজির হিংস্র, উন্মাদ, রাক্ষুসে স্বভাব। চরিত্রটা অসামান্য দক্ষতায় ফুটিয়ে তুলেছেন বলিউড অভিনেতা রণবীর সিং। গোটা সিনেমায় রণবীরের খলজি চরিত্রের পৈশাচিক নাদ শুনলে দর্শকদের গায়ে কাঁটা দেবে। আরও পড়ুন: আজান নিয়ে জাভেদ আখতারের বিতর্কিত মন্তব্য যারা এই সিনেমাটা দেখে ফেলেছেন তাদের চোখে এখন শুধুই রয়েছে রণবীরের অভিনয় নিয়ে মুগ্ধতা। যদিও সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন রণবীরেরই প্রেমিকা দীপিকা পাড়ুকোন। ইতিমধ্যে পদ্মাবত ২০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে। আর এর সঙ্গে সঙ্গে নিজের পারিশ্রমিকও বাড়িয়ে ফেলেছেন রণবীর। বি-টাউনে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। সূত্রের বরাত দিয়ে জি নিউজের খবর, এতদিন সিনেমা প্রতি রণবীর পারিশ্রমিক নিতেন ৭-৮ কোটি রুপি। তবে পদ্মাবত-এর সাফল্যের পর রণবীর নাকি তাঁর সেই পারিশ্রমিক বাড়িয়ে ১৩ কোটি রুপি করেছেন। মানে দীপিকার সমান দর হাঁকালেন তিনি। কারণ দীপিকাও সিনেমা প্রতি পারিশ্রমিক নেন ১৩ কোটি রুপি। তাই অনেকেই বলছেন প্রেমিকার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই তাঁর সমতুল্য পারিশ্রমিক হাঁকাচ্ছেন রণবীর। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/১৭:১৪/১২ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nUVVzU
February 13, 2018 at 12:17AM
12 Feb 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top