সুরমা টাইমস ডেস্ক ::সুনামগঞ্জের ছাতক পৌরশহরের দক্ষিণ বাঘবাড়ির বাসিন্দা স্ত্রী ইস্পা বেগমকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় আটককৃত স্বামী আবুল মনসুর লিটনকে জিজ্ঞাসাবাদ করার জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) আমল গ্রহণকারী ছাতক জোনের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি সুনামগঞ্জ অফিসের ওসি মো. আশরাফ উজ্জামান আটককৃত স্বামী আবুল মনসুর লিটনকে জিজ্ঞাসাবাদ করতে ৭ দিনের রিমান্ড চাইলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন, এপিপি অ্যাড. নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল ও সিআইডির ওসি মো. আশরাফ উজ্জামান।
প্রসঙ্গত, নিহত স্ত্রী ইস্পা বেগমের স্বজনদের অভিযোগ ২০১৭ সালের ৬ মে ছাতক পৌরশহরে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী আবুল মনসুর ও তার ভাই আব্দুস সহিদ মিলে ইস্পাকে মারধর করেন। এর জের ধরে রাত সাড়ে ১২টায় আবার দুই ভাই মিলে ইস্পাকে শরীরে অ্যাসিড ঢেলে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় স্বামী আবুল মনসুর গ্রেপ্তার হওয়ার পর জেলে রয়েছেন। তবে ভাসুর আব্দুস শহীদসহ অন্যরা পলাতক রয়েছেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2HwDZUq
February 21, 2018 at 03:22PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন