মুজফফরপুর, ২৮ ফেব্রুয়ারিঃ বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল ৯ স্কুলপড়ুয়ার। ঘটনাটি ঘটেছে বিহারের মুজফফরপুর জেলার মীনাপুরে। মৃত্যুর ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতা মনোজ বৈঠা বুধবার সকালে আত্মসমর্পণ করলেন। মুজফফরপুরের (পূর্ব) ডিএসপি গৌরব পাণ্ডে জানিয়েছেন, শনিবারের দুর্ঘটনায় এই বিজেপি নেতাও জখম হয়েছেন। চিকিৎসার জন্য তাঁকে পটনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সূত্রের খবর, শনিবার ধরমপুর মিডিল স্কুলের কাছে প্রথমে এক ৬৫ বছর বয়সি মহিলাকে ধাক্কা মারে মনোজের গাড়ি। স্কুল ছুটির পর পড়ুয়ারা রাস্তা পেরোচ্ছিল। তাদেরও ধাক্কা মারে বেপরোয়া গাড়িটি। মৃতদের প্রত্যেকেরই বয়স ৭ থেকে ১৩। মুজফফরপুর ও পটনার হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
বেপরোয়া গাড়ি চালানো, আঘাত করা, অনিচ্ছাকৃত খুনের অভিযোগে ২৭৯, ৩০৮, ৩৩৭, ৩৩৮ ও ৩০৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2EYZcJ7
February 28, 2018 at 12:26PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন