কলকাতা, ২০ ফেব্রুয়ারি- ভারতের টালিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা বেশ আগেই শক্ত অবস্থানে নিয়ে গেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তবে ক্যারিয়ারের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনও একাধিকবার এসেছে সংবাদ মাধ্যমের আলোচনায়। এবার কিছু গোপন তথ্য জানালেন এই অভিনেত্রী। গুগলে সার্চ করলে তার নামে বেশ কিছু ভুল তথ্য আসে বলে জানান মিমি। তিনি বলেন, ইন্টারনেটে আমার নামে প্রচুর ভূয়া ফেসবুক, টুইটার অ্যাকাউন্ট রয়েছে। আমার ভেরিফাইড ফেসবুক পেইজ একটাই রয়েছে। আমার জন্ম কোথায়? সেখানে লিখা রয়েছে অরুণাচল প্রদেশে। আসলে আমার জন্ম উত্তরবঙ্গের জলপাইগুড়িতে। অরুণাচল প্রদেশে আমি বড় হয়েছি। এদিকে মিমিকে নিয়ে ইন্টারনেট ফলোয়ারদের বেশি আগ্রহ রয়েছে প্রিয় অভিনেত্রীর বিয়ে নিয়ে। মিমি চক্রবর্তীর বিয়ের ছবি দেখতে চান অনেকেই। আরও পড়ুন: বয়ফ্রেন্ড-শাকিব জানেন না শ্রাবন্তী! মিমি বলেন, আমি তো বিয়েই করিনি। বিয়ের ছবি আসবে কোথা থেকে? তবে অভিনয়ের কারণে অনেকবার বিয়ে করেছি। ফলে আমার বিয়ের বেশ কিছু ছবি ইন্টারনেটে রয়েছে। সত্যিকারের বিয়ে করার আগ পর্যন্ত আমার শুটিংয়ের বিয়ের ছবি দেখেই সন্তুষ্ট থাকুন। মিমি চক্রবর্তী কলকাতার পাশাপাশি বাংলাদেশেও জনপ্রিয়। তার অভিনীত সিনেমার অসংখ্য দর্শক রয়েছে। বিশেষ করে বোঝে না সে বোঝে না, বাপি বাড়ি যা, বাঙালি বাবু ইংলিশ ম্যাম ছবিগুলো স্টার মুভিজ ও অনলাইনের মাধ্যমে বাংলাদেশের প্রচুর দর্শক দেখেছেন। সূত্র: আরটিভি অনলাইন আর/১০:১৪/২০ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2FhAEba
February 21, 2018 at 05:30AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top