কলকাতা, ৩১ জানুয়ারি- এবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগা হল রাজ্য সরকারের তরফে তবে তা সাংবিধানিক গণ্ডির মধ্যে থেকেই । পরে সাংবাদিক বৈঠকেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি নোটবাতিল নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে শ্বেতপত্র দাবি করেন তিনি। বুধবার রাজ্য বিধানসভায় ২০১৮-১৯ আর্থিক বছরের জন্য বাজেট পেশ করেন অর্থমন্ত্রী অমিত মিত্র৷ বাজেট বক্তৃতাতেই তিনি নোটবাতিল ও জিএসটি নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। এর জেরে অনেক মানুষ আর্থিক সংকটের মধ্যে পড়েছেন বলেও বাজেট বক্তৃতায় তিনি উল্লেখ করেন। বাজেট পেশের পরই বিধানসভায় সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অর্থমন্ত্রী অমিত মিত্র। সেখানেও বাজেট নিয়ে নানা কথার ফাঁকে কেন্দ্রীয় সরকারের নোট বাতিল ও জিএসটি নিয়ে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নোট বাতিল নিয়ে শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানান। আরও খবর: মধ্যরাতে ভারতীর হুমকি-বার্তা! পাশাপাশি তাঁর বক্তব্য, নোট বাতিল ও জিএসটি অর্থনীতির বড় বিপর্যয়৷ এর পরই নাম না করে তিনি তোপ দাগেন নরেন্দ্র মোদীর সরকার ও বিজেপির বিরুদ্ধে। স্পষ্টই জানান, কেউ স্বীকার না করলেও নোট বাতিল ও জিএসটিতে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। জিএসটির সীমাবদ্ধতা ও নোট বাতিলের খারাপ ফল ব্যাখ্যা করেন অর্থমন্ত্রী অমিত মিত্রও। তথ্যসূত্র: কলকাতা২৪৭ এআর/২২:২৫/৩১ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2BJ5EO3
February 01, 2018 at 04:25AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন