খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য দেখা করতে চেয়ে বিফল হয়েছেন সাতজন চিকিৎসক


সুরমা টাইমস ডেস্ক :: কারাবন্দি খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য দেখা করতে চেয়ে বিফল হয়েছেন সাতজন চিকিৎসক।

‘প্রয়োজন’ হলে তাদের ডাকা হবে বলে এই চিকিৎসকদের জানিয়েছেন কারা কর্মকর্তারা।

দুর্নীতি মামলায় সাজার পর গত ৮ ফেব্রুয়ারি থেকে ঢাকার পুরনো কারাগারে বন্দি বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতের আবেদন নিয়ে বুধবার দুপুর সাড়ে ১২টার কারাফটকে যান সাত চিকিৎসক।

তারা হলেন অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস, সিরাজউদ্দিন আহম্মেদ, মো. শাহাব উদ্দিন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু, সহযোগী অধ্যাপক সাইফুল ইসলাম সেলিম এবং ফাওয়াজ হোসেন শুভ ও মনোয়ারুল কাদির বিটু।

দেখা করার আবেদন নিয়ে কারা অধিদপ্তরে যান এই চিকিৎসকরা।

দুপুর সোয়া ২টার দিকে বেরিয়ে অধ্যাপক আব্দুল কুদ্দুস বলেন, “জেল কর্তৃপক্ষ আমাদের অনুমতি দেয়নি। আমাদের জানিয়েছে, প্রয়োজন হলে ডাকা হবে আমাদের।”

সাক্ষাতের কারণ জানতে চাইলে তিনি বলেন, তারা বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক না হলেও বিভিন্ন সময় তার স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন।

“বর্তমানে মানসিক চাপে তার অবস্থা আরও খারাপ হতে পারে। তাই পরীক্ষা-নিরীক্ষা করার জন্য আবেদন করেছি।”

খালেদা জিয়া ডায়াবেটিস ও চোখের সমস্যা ছাড়াও নানা রোগে আক্রান্ত বলে জানান অধ্যাপক কুদ্দুস।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2EsRFlu

February 14, 2018 at 06:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top