সুরমা টাইমস ডেস্ক ঃঃ সোমবার দুপুরে নরসিংদীর শিবপুর কারারচর মিলগেট এলাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে সড়কে অবস্থান নিলে পুলিশ তাদের আটক করে।
আটক অন্যদের মধ্যে জেলা বিএনপির সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামালসহ ১১ নেতাকর্মী রয়েছেন।
বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নাল আবেদীন মেজবা পরিবর্তন ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সানাউল্লা মিয়া নিজ নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের নিয়ে বিএনপি চেয়ারপারসনকে শুভেচ্ছা জানানোর জন্য সড়কে অবস্থান করছিলেন। এ সময় পুলিশ তাকেসহ ১১ জনকে আটক করে নিয়ে যায়।’
তবে এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এরআগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় সামনে রেখে সিলেটে মাজার জিয়ারতের উদ্দেশে সকাল নয়টায় গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে যাত্রা শুরু করেন খালেদা জিয়া।
তার গাড়িবহরে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, বরকতউল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।
খালেদা জিয়া সিলেট পৌঁছানোর পর বিকেলে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করবেন বলে জানিয়েছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
তিনি আরো জানান, বিএনপি চেয়ারপারসন মাজার জিয়ারত করেই ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2BUD1gW
February 05, 2018 at 01:41PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন