টাঙ্গাইল, ২৪ ফেব্রুয়ারি- মঞ্চে চলছে নানা আনুষ্ঠানিকতা। বসে অতিথিরা যাদের মধ্যমনি জাতীয় দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। এর মধ্যে হঠাৎ করে লাফ দিয়ে মঞ্চ উঠে গেল এক কিশোর। পুলিশসহ আয়োজকরা একটু হতচকিত হলেন। এবং সাথে সাথে কিশোরটিকে ঝাপটে ধরলেন কয়েকজন। কিন্তু কোনো বাধাই মানবে না সে! ঠেলে সামনের দিকে আগানো চেষ্টা করছে। শেষ পর্যন্ত আগাতে না পেরে কেঁদে দিলো হাউমাউ করে। দুই হাত সামনের দিকে এগিয়ে ইশারা করছে একটু দূরে বসা মাশরাফীর দিকে। ভক্তের আকুতি বুঝতে বাকি রইল জাতীয় দলের অধিনায়ক নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মোর্তজার। উঠে গিয়ে সবাইকে সরিয়ে দিয়ে দাঁড়ালেন কিশোরটির সামনে। মুহুর্তেই ঝাপিয়ে পড়লো প্রিয় ক্রিকেট তারকার বুকে। জড়িয়ে ধরার পর তার কান্নার রোল আরও বেড়ে গেল। পিঠে হাত বুলিয়ে সান্তনা দিলেন মাশরাফী। মঞ্চে উঠে পড়া ভক্ত কিশোরকে বাধা দিচ্ছেন আয়োজকরা আজ টাঙ্গাইলে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এমন মধুর পরিস্থিতিতে পড়তে হয়েছিলো ওয়ানডেতে বাংলাদেশ দলের অধিনায়ককে। টাঙ্গাইলের ধনবাড়ী তারুণ্যের হাট নামক একটি সংস্থার ১৫ বছর পূর্তির অনুষ্ঠানে প্রধান আলোচক হয়ে গিয়েছিলেন তিনি। তার আগমন সংবাদে ধনবাড়ীর ডিগ্রী কলেজ মাঠে ঢল নামে তরুণ-তরুণীদের। যতক্ষণ ছিলেন মাতিয়ে রেখেছেন ভক্তদেরকে। অনুষ্ঠান শেষে মাশরাফীকে নিয়ে হয়েছে সেলফি উৎসবও। আরও পড়ুন: ভারতের পরই সবচেয়ে শক্তিশালী বাংলাদেশ! এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান ফরিদ, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন প্রমূখ। এসময় শিক্ষক, মুক্তিযোদ্ধাসহ তারুণ্যের হাট সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাশরাফিকে নিয়ে বিভিন্ন কুইজের আয়োজন করা হয়। পরে মুক্তিযোদ্ধা ও শিক্ষকদের মাঝে সম্মাননা স্মারক ও দুইজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়। তথ্যসূত্র: বিডি২৪লাইভ এআর/১০:৩৩/২৪ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2EPB4ss
February 24, 2018 at 04:46PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন