মুম্বই, ২৫ ফেব্রুয়ারিঃ বলিউডের প্রবাদপ্রতিম নায়িকা শ্রীদেবী মারা গেলেন। শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃতুয হয়। মৃত্যুর সময় তাঁর পাশে ছিলেন স্বামী বনি কাপুর ও মেয়ে খুশি। তাঁর জামাই সঞ্জয় কাপুর জানান, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গোটা কাপুর পরিবার এখন দুবাই। রাত এগারোটা নাগাদ বুকে প্রচণ্ড যন্ত্রনা শুরু হয়। সাড়ে এগারোটার মধ্যেই সব শেষ।
দক্ষিণ ভারত এবং বলিউডের চলচ্চিত্র জগতে এক দশকেরও বেশি সময় ধরে এক নম্বর নায়িকার জায়গা ধরে রেখেছিলেন শ্রীদেবী। ৬-এর দশকের শেষদিকে তাঁর অভিনয় জগতে পা রাখা। ১৯৭১-এ পুমবাটা ছবিতে অভিনয় তাঁকে শ্রেষ্ঠ শিশুশিল্পীর সম্মান এনে দেয় রাজ্যস্তরে। ১৯৭৫-এ জুলি ছবিতে অভিনয়ে মাধ্যমে বলিউডে তাঁর আত্মপ্রকাশ। তামিল ছবি মুনড্রু মুদিচু ছবিতে প্রাপ্তবয়স্কের ভূমুকায় তাঁর প্রথম অভিনয়। ২০১৩ সালে পদ্মশ্রী হন শ্রী।
সদমা ছবিতে অবিস্মরণীয় অভিনয় করেছিলেন। নাগিনা, চাঁদনি, মিঃ ইন্ডিয়া, তোফা, চালবাজ-একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন বলিউডকে। জুদাই ছবিতে অভিনয়ের পর শ্রী-র সঙ্গে ১৫ বছরের বিচ্ছেদ বলিউডের। পুরোপুরি সংসারে মন দিয়েছিলেন। ২০১৭ সালে মম ছবিতে অভিনয়ের সূত্রে আবার ফিরে আসেন বলিউডে। কিন্তু একবছরের বেশি রইলেন না। বলিউডকে চিরবিদায় জানিয়ে চলে গেলেন শ্রী।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2sTv24o
February 25, 2018 at 09:18AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন