উচ্চ আদালতে জামিন পেয়ে জিয়াউর রহমানের মাজারে সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ

 গত ৮ই ফেব্রুয়ারী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিরুদ্ধে ফরমায়েসী রায়ের সাজা প্রদানের দিন সিলেটে আওয়ামীলীগ-ছাত্রলীগের গুলী ও হামলাকে কেন্দ্র করে সিলেটে বিএনপি নেতাকর্মীদের উপর দায়েরকৃত ষড়যন্ত্রমুলক মামলায় জামিন লাভ করেছেন সিলেট বিএনপি নেতৃবৃন্দ।

রবিবার হাইকোর্টের বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ বিএনপি নেতাকর্মীদের ৬ সপ্তাহের জামিন প্রদান করেন। বিএনপি নেতৃবৃন্দের পক্ষে উচ্চ আদালতে জামিনের শুনানীতে অংশ নেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন এবং ব্যারিষ্টার কামরুজ্জামান সেলিম।

জামিন লাভের পর সিলেট জেলা ও মহানগর বিএনপি অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, মাজার জিয়ারত ও মোনাজাত করেন।

উচ্চ আদালতে উপস্থিত হয়ে জামিন লাভ করেন- সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, জেলা সহ-সভাপতি শাহজামাল নুরুল হুদা, মহানগর সহ-সভাপতি ফাত্তাহ বকশী, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, হুমায়ুন আহমদ মাসুক, মাহবুব কাদির শাহী, সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাকিল মোর্শেদ, বিএনপি নেতা আব্দুস সামাদ তোহেল, জেলা ও মহানগর ছাত্রদল নেতা আকতার বক্স, আফসর খান, রুমেল শাহ, এমদাদুল হক স্বপন, সৈয়দ সারওয়ার রেজা, আনোয়ার হোসেন রাজু, স্বেচ্ছাসেবক দল নেতা আজিজ খান সজীব ও রাসেল আহমদ খান। – বিজ্ঞপ্তি



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2EzKRTc

February 18, 2018 at 06:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top