মুম্বাই, ১১ ফেব্রুয়ারি- মসজিদসহ ধর্মীয় প্রতিষ্ঠানে লাউডস্পিকার নিষিদ্ধ করা হোক। এমন মন্তব্য করে বিতর্কের ঝড় তুলেছিলেন ভারতীয় সঙ্গীত তারকা সোনু নিগম। এবার বলিউডের গীতিকার ও লেখক জাভেদ আখতার ও একইরকম মন্তব্য করেছেন। মসজিদে লাউডস্পিকার বাজানো নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন টুইটারে। তিনি সোনু নিগমকে সমর্থনের কথাও জানিয়েছেন। গত বছর এপ্রিলের দিকে গায়ক সোনু নিগমের একটা টুইটকে ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়। আজানের আওয়াজে কাকভোরে ঘুম ভেঙে যাওয়া নিয়ে বিরক্তি প্রকাশ করে টুইট করেন সোনু। মসজিদসহ, ধর্মীয় প্রতিষ্ঠানে লাউডস্পিকার বাজানো নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আরও পড়ুন: কখনো সিনেমা খুঁজতে যাইনি, সিনেমায় আমাকে খুঁজে নিয়েছে সেই টুইট ঘিরে উত্তাল হয়ে ওঠে পুরো ভারত। একাধিক ধর্মীয় সংগঠন সোনু নিগমের বিরুদ্ধে ফতোয়া জারি করে একজন ধর্মীয় নেতা ঘোষণা দেন, সোনু নিগমের মাথা কামিয়ে তাকে জুতোর মালা পরালে ১০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এর পাল্টা জবাব দেন সোনু নিগম। সাংবাদিক বৈঠক ডেকে নিজেই নিজের মাথা কামিয়ে ফেলেন। মজা করে বলেন, যে নাপিত তার মাথার চুল কেটেছেন তাকে যেন ১০ লাখ টাকা দিয়ে দেওয়া হয়। সেই ঘটনার রেশ এবার নতুন করে উস্কে দিলেন শাবানা আজমীর স্বামী জাভেদ আখতার। তিনি বলেন, লাউডস্পিকার বাজিয়ে স্থানীয় বাসিন্দাদের সমস্যায় ফেলার কোনও মানেই হয় না। জাভেদ আখতারের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সরগরম হয়ে উঠেছে টুইটার। সূত্র: আরটিভি অনলাইন আর/১০:১৪/১১ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2Ceo5dm
February 12, 2018 at 05:47AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন